বর্তমানে ডেঙ্গুর যে প্রকোপ, সে প্রকোপে প্রতিদিন হু হু করে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। দেশের প্রায় সমগ্র জেলায় এই ডেঙ্গু প্রকোপের মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে, ডেঙ্গু টেস্ট করার জন্য সহজলভ্যতা। এই সমস্যা নিরসনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং সুদৃষ্টি কামনা করি। এতে করে দেশের সাধারণ মানুষের জন্য ডেঙ্গু টেস্ট সহজলভ্য হবে।
গতবছরের তুলনায় চলতি বছরে দেশের ডেঙ্গু আক্রান্ত রোগী রেকর্ড সংখ্যক বেড়েছে। চলতি বছরের জুলাইয়ের ১১–১২ তারিখের পরিসংখ্যান জরিপে উঠে আসে, বিগত এই দুইদিনে রেকর্ড সংখ্যক প্রায় ২৩০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে এবং ১২ জনের মৃত্যু হয়। চলতি বছরের এখন পর্যন্ত (জুলাই) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়।
এভাবে প্রতিনিয়তই ডেঙ্গু রোগীর সংখ্যা ধারাবাহিক হারে বেড়ে চলছে। এমতাবস্থায় দ্রুত প্রজ্ঞাপন জারি করা হোক। দেশের সর্বস্তরে অর্থাৎ জেলা–উপজেলা ভিত্তিক সকল সরকারি–বেসরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি ডেঙ্গু টেস্ট সেবার ব্যবস্থা করা হোক।
এস.এম রাহমান জিকু
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।