দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, “শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১৭ তারিখ বিজয় নিশ্চিত করে বিজয় মিছিল ও শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে হবে।”
আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় চন্দনাইশের নবগঠিত দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. লোকমান হাকিমের নির্বাচনী জনসভায় তিনি আজ শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দোহাজারী পৌরসদরে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুরের সভাপতিত্বে এবং কৃষকলীগ নেতা নবাব আলী ও ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন মোহাম্মদ মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সস্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আবদুল কৈয়ুম চৌধুরী, সাখাওয়াত হোসেন শিবলী, মামুন চৌধুরী, আবদুল নবী খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মোহম্মদ মহিউদ্দীন, নৌকার প্রার্থী মো. লোকমান হাকিম, হেলাল উদ্দীন চৌধুরী, বেলাল হোসেন মিটু, চেয়ারম্যান মো. আবদুল আলীম, এসএম সায়েম, এড. খোরশেদ বিন ইসহাক, যুবলীগ নেতা এএসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, মো. সোলাইমান, আফনান ইসলাম, আমির মোহাম্মদ সাইফুদ্দিন, ফোরক আহমদ, ছাত্রলীগ নেতা আলমগীরুল ইসলাম চৌধুরী, সাজ্জাদ, আসিফ প্রমুখ।