ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা

| শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে গতকাল ডেঙ্গু প্রতিরোধে ক্র্যাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী। স্থানীয় প্রশিক্ষিত ভলান্টিয়ার ও কর্মরত সেবকদের যৌথ টিমের সমন্নয়ের মাধ্যমে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের সমবায় এরিয়া, মেটারনেটি, জেনারেল হাসপাতাল পাহাড়, কাটা পাহাড় লেইন, টেরিবাজার, আফিমের গলি, বলুয়ারদিঘীর পাড় (উত্তরদক্ষিন), খলিফাপট্টি, কাজেম আলী রোড, হাকিম আলী রোড, মাছুয়া ঝর্ণা, রুমঘাটা, জেলেপাড়া, দিদার মার্কেট সহ বিভিন্ন এলাকার নালা নর্দমা অলি গলি আঙিনায় ঔষধ ছিটানো হয়। এসময় উপস্থিত ছিলেন সুফিয়ান সিদ্দিকী, আব্দুল্লাহ আল হারুন, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, মোঃ সালাউদ্দিন, মোঃ মিয়া, আনিস আহমদ সুপারভাইজার, মোঃ খোকন, আবদুর রহিম সহ অন্যান্যরা।

১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড : ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল কাসেমের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বক্তব্য রাখেন আকবর শাহ থানা আওয়ামীলীগের সহ সভাপতি মো. লোকমান আলী, আবু সুফিয়ান, শংকর দাশ রবিন, শিক্ষক আশিষ বরণ সরকার, লিটন কান্তি দেব, রোমানা আফাজ, দেবী চৌধুরী, শিক্ষার্থী সুবাইতা সরওয়ার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধক্বণনের শুদ্ধ উচ্চারণ আবৃত্তি কর্মশালার কার্যক্রম শুরু আজ
পরবর্তী নিবন্ধঅস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা