সিএসইতে লেনদেন ১৫.৭৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ১০:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৫.৭৩ কোটি টাকা। ৬,১০৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৭.২৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৭৩১.৮৮ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৬.০৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭৯.৬৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৩৭.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,৩২১.৪০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫১,৭৮২.২৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৯,৫২৩.৫৮ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৯ টির, কমেছে ৬০ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৩ টির।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমস এসসি এবং নওজোয়ান গ্রীনের জয়
পরবর্তী নিবন্ধপ্রথম বর্ষপূর্তিতে তারাকুঞ্জ দেখাল জেমস ওয়েব