আনোয়ারায় এক যুবকের ইয়াবা বিক্রি ও সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকার সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভাইরাল হওয়া যুবকের নাম সেকান্দর। স্থানীয় চাতরী ইউনিয়নের চেযারম্যান আফতাব উদ্দীন আহমেদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের জন্য দাবি জানিয়েছেন।
চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, ইয়াবা বিক্রির ভিডিও ভাইরাল হওয়া যুবকের বাড়ি চাতরী ইউনিয়নের উত্তর চাতরী গ্রামে। আমি তার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আনোয়ারা থানার ওসিকে জানিয়েছি। আমি সেকান্দরসহ আমার ইউনিয়নে যেসব ইয়াবা ব্যবসায়ী আছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ভিডিওটি অনেক আগের। বর্তমানে এই যুবক পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।












