ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান চেম্বার সভাপতির

| শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ৯:২১ পূর্বাহ্ণ

ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। প্রতিদিন আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ির ছাদ, আঙ্গিনা, নির্মাণাধীন ভবনের নিচতলা ও ছাদ, ডাবের খোসা, ফুলের টব ইত্যাদিতে পানি জমিয়ে না রাখার জন্য গতকাল বৃহস্পতিবার বিবৃতিতে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম জনসাধারণের প্রতি এ আহবান জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে মশক নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ জানান চেম্বার সভাপতি। পর্যাপ্ত পরিমাণ মশার ওষুধ সরবরাহ করে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন তিনি।শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিশুদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এডিশ মশা জন্মাতে পারে এরকম স্থানে ছাদে কিংবা টবে ও অন্যান্য স্থানে যাতে পানি জমে মশার বিস্তার রোধে স্কুলের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান চেম্বার সভাপতি। চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড স্থাপন করে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে মিশন টি-টোয়েন্টি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সাথে সম্পর্ক গভীর করতে চায় ইতালি