আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে চন্দনাইশের নবগঠিত দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. লোকমান হাকিমসহ তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দুই মেয়র প্রার্থী হলেন ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. জায়নুল আলম এবং স্বতন্ত্র হিসেবে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ। এছাড়া ৯টি ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে ৮০ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটের আর মাত্র তিনদিন বাকি। শেষ মুহূর্তে এসে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রাতদিন সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনেকে করছেন উঠান বৈঠক। ভোটারদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। পোস্টার, ডিজিটাল ব্যানার ও বিভিন্ন প্রচারপত্রে ছেয়ে গেছে পুরো দোহাজারী পৌরসভার অলি–গলি।
পৌরসভা গঠনের ছয় বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এ নির্বাচনে মেয়র প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত ১নং আসনে ৮ জন, ২নং আসনে ৪ জন এবং ৩নং আসনে ৫ জন মহিলা প্রার্থী রয়েছেন। একই সাথে সাধারণ ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৭ জন, ৩নং ওয়ার্ডে ৮ জন, ৪নং ওয়ার্ডে ৮ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ৭ জন, ৮নং ওয়ার্ডে ১১ জন এবং ৯নং ওয়ার্ডে ৮ জন কাউন্সিলর প্রার্থী ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
গত ২৬ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার–প্রচারণায় মুখর হয়ে উঠে প্রতিটি এলাকা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে মিছিল, উঠান বৈঠক, গণসংযোগ চলছে দিনরাত সমান তালে। বিশেষ করে গানের তালে তালে ভোট প্রার্থনা, বিভিন্ন ধরনের পছন্দনীয় শ্লোগান রেকর্ড করে মাইকে প্রচার করে প্রার্থীদের ভোট প্রার্থনা দারুণ উপভোগ করছেন ভোটাররা। এককথায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো দোহাজারী পৌর এলাকা।
১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১নং ওয়ার্ডের চাগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালাগাজী জামে মসজিদ সংলগ্ন ফোরকানিা মাদ্রাসা, ২নং ওয়ার্ডে চাগাচর বারুদখানা ফোরকানিয়া মাদ্রাসা ও দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়, ৩নং ওয়ার্ডে আজিজীয়া কাছেমুল উলুম দোহাজারী মাদ্রাসা ও চাগাচর মুছাবিয়া নছিমিয়া ফাযিল মাদ্রাসা, ৪নং ওয়ার্ডে পূর্ব হাছনদন্ডি রশিদ–সফিয়া মডেল মাদ্রাসা, ৫নং ওয়ার্ডে হাছনদন্ডি মোহাম্মদীয়া এম. রহমান সিনিয়র মাদ্রাসা, ৬নং ওয়ার্ডে জামিজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা, ৭নং ওয়ার্ডে পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮নং ওয়ার্ডে পূর্ব জামিজুরী অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯নং ওয়ার্ডে দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং লালুটিয়া ফরেস্ট অফিস কেন্দ্রে ৩৩ হাজার ৫৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে গ্রহণ করা হবে ভোট।