চট্টগ্রামে আনোয়ারা ও মীরসরাইসহ সকল এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় চট্টগ্রামের বহদ্দারহাট পুলিশ বক্স চত্বরে এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংগঠন আইএসডিই বাংলাদেশ, ভোক্তা অধিকার সংগঠন ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটারনাল ডেবট (বিডব্লিউজিইডি)’র যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, এডাব চট্টগ্রামের সভাপতি জেসমিন সুলতানা পারু, গণতন্ত্রী পার্টির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মৃদুল দাস গুপ্ত, আবু তাহের, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, মোহাম্মদ জানে আলম, মো. সেলিম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা আবম হুমায়ুন কবির, লায়ন প্রকৌশলী কাজী হাফিজুর রহমান, মাহবুবুর রহমান দুর্জয়, এস এম আবচার উদ্দীন, রুবি খান, হারুন গফুর ভুইয়া, এম এ আওয়াল, কলিম উল্যাহ চৌধুরী, আবদুর রহমান, ফোরকান মাহমুদ, মো. খাইরুল ইসলাম, রাব্বি চৌধুরী, মোহাম্মদ আবরার, চৌধুরী তুষার, ওমর করিম, রাকিব হাসান, পলি দাস, সুরমি দাস, চিং মং মারমা, মো. রায়হান, অমিত দাশ প্রমুখএ অনুষ্ঠানে বক্তারা বলেন এলএনজির উৎপাদন ও পরিবহন খরচ আনপুাতিক হারে অনেক বেশি। নবায়নযোগ্য উৎস থেকে বাংলাদেশের প্রায় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। নবায়নযোগ্য উৎস থেকে তুলনামূলক হারে নূন্যতম খরচে ১০০ ভাগ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বাংলাদেশে নবায়নযোগ্য উৎস নিয়ে যে সব প্রকল্প পরিকল্পনা করা হয়েছে, সেগুলো যথাসময়ে উৎপাদন এবং সরবরাহের আওতায় এলে এলএনজি আমদানি বাবদ ব্যয় ২৫% কমানো সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।












