নগরীতে ডেঙ্গু রোগের ভয়াবহতা রোধে চসিক ও সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্ব পালনের সমালোচনা ও জরুরি ভিত্তিতে কার্যকর ভূমিকার দাবিতে সমাবেশ করেছে বাসদ চট্টগ্রাম জেলা শাখা।
গতকাল বুধবার নগরীর নিউ মার্কেট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আল কাদেরী জয়, আহমদ জসিম, রায়হান উদ্দীন, নাজিমুদ্দিন বাপ্পী, জোবায়ের বীনা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামসহ সারাদেশে ডেঙ্গু রোগের বিস্তারে দেশের সাধারণ জনগণ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে। এই রোগের ভয়াবহতা গত ২–৩ বছরের তুলনায় প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। অথচ নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা, জনসচেতনতা তৈরি, হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন দিক অবহেলিত হয়েছে। তাই অবিলম্বে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগে রোগের পরীক্ষা ও মানসম্মত সেবা দানের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












