রাউজানে খালের পানিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মোহাম্মদ শাহাজান (৩২) নামে এই যুবক গতকাল বুধবার সকালে চমেক হাসপাতালে মারা যায়। জানা যায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের পাশে হালদা নদী সংযুক্ত একটি শাখা খালের পানিতে পড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শাহাজান ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, পানিতে ডুবে মারা যাওয়া শাহাজান মৃগী রোগী রোগী ছিল। এই নিয়ে কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।











