চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট চায়নিজ টিচিং সেন্টার স্থাপনে চুক্তি

| বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৭:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট চায়নীজ টিচিং সেন্টার স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চায়না কনফুসিয়াস ইনস্টিটিউটের পক্ষে ইনস্টিটিউটের পরিচালক ইয়াং হুই স্বাক্ষর করেন। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশস্থ চায়না দূতাবাসের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে আসছে। ইতোমধ্যে চবি কলা ও মানববিদ্যা অনুষদে চায়নিজ ভাষা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

গতকাল উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশস্থ চায়না দূতাবাসের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক কাউন্সিলর খরবিহ ণঁবএর নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং প্রতিনিধি দলের ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট এর চায়না পরিচালক উৎ. ণধহম ঐঁর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কনফুঁসিয়াস ইনস্টিটিউটের চায়না পরিচালক গং. গধ ঢরধড়ুধহ এবং চায়না কনফুসিয়াস নির্মাণ প্রতিষ্ঠান এর প্রধান অর্থনীতিবিদ ডঁ. ছরঁ উড়হম। এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দীন, প্রফেসর ড. নাসির উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ এবং চবি প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছৈয়দ জাহাঙ্গীর ফজল।

উপাচার্য বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক সমৃদ্ধ দেশ চীন। চীন এবং বাংলাদেশের শিক্ষাগবেষণা ও সাংস্কৃতিক বিনিময় ও উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অধিকতর সুদৃঢ় করার লক্ষে প্রস্তাবিত কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের শিক্ষকশিক্ষার্থীদের চায়নিজ ভাষায় পারদর্শীতা অর্জন এবং শিক্ষাগবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রম বিনিময়ে প্রস্তাবিত চবি কনফুসিয়াস ইনস্টিটিউট চায়নিজ টিচিং সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের সাথে ইবনে সিনার স্বাস্থ্যসেবা বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি
পরবর্তী নিবন্ধসিআইইউতে ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপের লড়াই