এখানে ওখানে ঘুরি, কতো কিছু দেখি
সব দেখা শেষে যখন এখানে আসি
তখন আমার চক্ষু ঝলমলে হয়ে যায়
হৃদয় ছুঁয়ে যায়–
যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি
এতো আমার জীবনের প্রথম স্পর্শিত মাটি
এতো আমার জন্মগ্রাম।
ওই যে দেখা যায় আম্রকানন
ওই যে দেখা যায় শস্যক্ষেত, নদী ও দিঘি
ওই যে দেখা যায় অবলুপ্ত বনভূমি
এসবের সাথে জড়িয়ে আছে
আমাদের কতো স্মৃতি!
কতো সুখ, বিরহ, আনন্দ।
ওই যে দেখা যায়
মসজিদের সাথে লাগোয়া কবরস্থান
যেখানে চির শায়িত আছে
আমার পূর্বপুরুষ, পিতা, পিতামহ– পিতামহী
এখানে আসলে আমার সমস্ত হৃদয় জুড়ে
কী আনচান করে!
আহা,এখানে একদিন কতো কিছু ছিলো
এখন তার অনেক কিছুই নেই,
আবার সংযুক্ত হলো অনেক কিছু।
এখানে মানুষ আছে আগের মতো
তবে ঠিক আগের মতো মনুষ্যত্ব নেই।
তবু এখানে আসলে
আমার সমস্ত শরীর নড়েচড়ে ওঠে
এতো আমার জন্মগ্রাম
এতো আমার জীবনের প্রথম স্পর্শিত মাটি।