ফটিকছড়িতে পল্লী বিদ্যুতের সার্ভিস তারের উপর থেকে বাঁশ সরাতে গিয়ে মুহাম্মদ রাকিব (২১) নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ে বড়ুয়াপাড়া সংলগ্ন বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব কক্সবাজার জেলার মহেশখালি উপজেলার মুহাম্মদ ফরিদুল আলমের ছেলে। এক বছর আগে আজাদী বাজার জোনে লাইনম্যান লেভেল-১ হিসাবে যোগদান করে।
স্থানীয় সূত্র জানায়, ধর্মপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ে বড়ুয়াপাড়া সংলগ্ন বটতল এলাকায় একটি খুঁটিঁর মধ্যে উপরের অংশে ৩৩ হাজার ভোল্টের মেইন লাইন এবং তার নিচে ১১ হাজার ভোল্টের সার্ভিস লাইন রয়েছে।
ঘটনার সময় ৩৩ হাজার ভোল্টের মেইন লাইন বন্ধ থাকলেও ১১ হাজার ভোল্টের সার্ভিস লাইন সচল ছিল।
দুই বিদ্যুৎকর্মী মেইন লাইনের উপরে পড়া একটি বাঁশকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হলে পরে বিদ্যুৎকর্মী রাকিব বাঁশঝাড় হতে বাঁশটি কাটতে যান।
বাঁশটি কাটার পর বাঁশের অগ্রভাগ ৩৩ হাজার ভোল্টের মেইন লাইন হতে সরে নিচের ১১ হাজার সার্ভিস লাইনের উপর পড়ে। সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে রাকিব চিৎকার দেন এবং তার দেহ নিথর হয়ে পড়ে। পরে লোকজন এসে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মোরশেদুল আলম জানান, বিদ্যুতের সার্ভিস লাইন বন্ধ না করার কারণে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ আজাদী বাজার জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী রবিউল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ বলেন, “পল্লী বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে রাকিব নামের একজন বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়। আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।”