কক্সবাজারে অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় মা নিহত, আহত ২ শিশু

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ১০:৩৫ অপরাহ্ণ

ঈদগাঁও-ঈদগাঁও সড়কে

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী একজন মা নিহত এবং তার দুই শিশু সন্তান আহত হয়েছে।

আজ বুধবার (১২ জুলাই) বিকাল ৫টায় কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মা তসলিমা আক্তার (৩০) ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার নুরুল আজিম ওরফে কালা পুতুর স্ত্রী।

আহতরা হলো নিহতের মেয়ে সুজন মনি (৪) ও লাবিবা মনি (২ বছর ৬ মাস )। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, “আজ বুধবার বিকালে ঈদগড়মুখী একটি অটোরিকশাকে একই দিকগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু এবং দুই শিশু আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশুদের উদ্ধার করে ঈদগাঁও স্টেশনের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করলেও ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।

ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ২ খুনে আটক ৩ জনের আদালতে স্বীকারোক্তি প্রদান
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বাঁশ সরাতে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু