এক দফার আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই

১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সমাবেশ সফলে পৃথক প্রস্তুতি সভা-প্রচারণায় বিএনপির নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

আগামী ১৬ জুলাই অনুষ্ঠেয় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সমাবেশ ‘সফল’ করতে গতকাল নগরে পৃথক প্রস্তুতি সভা ও প্রচারণা চালিয়েছে উত্তর জেলা বিএনপি, নগরের পাঁচলাইশ থানা ও সদরঘাট থানা বিএনপি এবং নগর স্বেচ্ছাসেবক দল। এতে বক্তারা দাবি করেন, তাদের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।

উত্তর জেলা বিএনপি : গতকাল বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক গোলাম খোন্দকারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবেবর রহমান শামীম। গোলাম আকবর খোন্দকার বলেন, এক দফার আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই। বিএনপি নেতাকর্মীরা বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। মাহবুবের রহমান শামীম বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবেই।

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহউদ্দিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ও কাজী সালাউদ্দিন।

সদরঘাট থানা : মাদারবাড়ি শুভপুর বাস স্টেশন এলাকায় সদরঘাট থানা বিএনপির উদ্যোগে লিপলেট বিতরণ করা হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীিয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, আওয়ামীলীগ শুধু চাপার জোরে ক্ষমতায় টিকে আছে। বারবার মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত করছে।

সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মো. সালাহউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন জিয়া, মশিউল আলম স্বপন, মো. আলী, নুরউদ্দীন হোসেন নুরু, সাইফুর রহমান চৌধুরী, খোরশেদ আলম, ওমর ফারুক রুবেল, জাহিদুল ইসলাম জাহেদ।

পাঁচলাইশ থানা : নাসিমন ভবনস্থল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত পাঁচলাইশ থানা বিএনপির প্রস্ততি সভায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রধান বক্তা ছিলেন। ডা. শাহাদাত বলেন, আওয়ামী লীগ জোর করে ১৫ বছর ক্ষমতা দখল করে মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। আজকে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে, শ্রমিকদের কাজের সংস্থান নেই।

আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। অবৈধ আওয়ামী সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে একটা খেলায় পরিণত করেছে।

পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে ও মনির আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দর মির্জা, এরশাদ উল্লাহ, আশ্রাফ চৌধুরী, আর ইউ চৌধুরী শাহীন, মনজুর আলম মনজু, কামরুল ইসলাম।

স্বেচ্ছাসেবক দল : নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে নগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এইচএম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রধান বক্তা ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

বক্তব্য রাখেন শহিদুল্লাহ বাহার, হারুন আল রশীদ, সেলিম রেজা, মো. আসলাম, মাঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, জিয়াউর রহমান জিয়া, আলী মূর্তজা খান, জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, গোলাম সরোয়ার, আবু নাঈম মো. দুলাল, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, মোখলেছুর রহমান, তাজুল ইসলাম নয়ন।

পূর্ববর্তী নিবন্ধশুদ্ধাচার পুরস্কার ও শুভেচ্ছা স্মারক পেলেন কর্মকর্তা-কর্মচারীরা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও মাইকিং