ব্যাঙের বাড়ি নদীর ধারে
জলের মধ্যে বাসা,
বর্ষা এলে কাটবে সাঁতার
মনে বড়ই আশা।
যাবে ভেসে অনেক দূরে
নদীর বাঁকে বাঁকে,
লুকোচুরি খেলবে কত
ঘাসের পাতার ফাঁকে।
মনের সুখে সারাটাদিন
ঘ্যাঙর ঘ্যাঙর করে,
ডাক শুনে সব কোলাব্যাঙে
আসলো নদীর চরে।
সন্ধ্যা যখন নামল আবার
গেলো যে যার ঘরে,
এমনি করে ব্যাঙেরা সব
থাকে বছর ভরে।