বাংলাদেশ যুব মহিলা লীগ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল অনুষ্ঠিত হয়।
মীরসরাই যুব মহিলা লীগের আহ্বায়ক বিবি কুলসুম চম্পার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে সকল দলীয় প্রার্থীর পক্ষে যুব মহিলা লীগ ঐক্যবদ্ধভাবে মাঠ পর্যায়ে কাজ করবেন।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগ নেত্রী এডভোকেট শিমুল পারুল, মিনা পারভীন হোসেন, মীরসরাই যুব মহিলা লীগ নেত্রী লিজা আকতার, ফারহানা আকতার রিয়া, কুলসুমা আকতার কলি, মর্জিনা আক্তার স্বর্ণা প্রমুখ। আলোচনা সভা শেষে মীরসরাই মিঠাছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যুব মহিলা লীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।