আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা (টেক্সি) চুরি করে পালানোর সময় আলী হোসেন (৩০) নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার সরকার হাট থেকে টেক্সিটি চুরি করে শিলাইগড়া দিয়ে পালানোর সময় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ গণপিটুনির শিকার আলী হোসেনকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেন। তিনি বাঁশখালী উপজেলার গুনাগরী ইউনিয়নের দক্ষিণ সাধনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার সময় অভিযুক্ত আলী হোসেন বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের বাসিন্দা নুর আলমের মালিকানাধীন অটোরিকশাটি চুরি করে হাজির হাট হয়ে পুরাতন সড়ক দিয়ে পালানোর সময় স্থানীয়রা শিলাইগড়া গ্রামে আলী হোসেনকে টেক্সিসহ ধরে গণপিটুনি দিয়ে বারখাইন ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে গেলে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, গতকাল সরকার হাট থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে পালানোর সময় জনতা চোরকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।