বজ্রপাত থেকে রক্ষায় নাইক্ষ্যংছড়িতে তালগাছ রোপণ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৭:২৪ পূর্বাহ্ণ

বজ্রপাতে প্রাণহানি রোধকল্পে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি ব্যাংক) কর্তৃপক্ষ সারা দেশের ৫০ উপজেলায় ৫০ হাজার তালগাছ ও অন্যান্য গাছের চারা রোপণের উদ্বোধনী কার্যক্রম শুরু করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলায়। যেটি হবে একেকটি মডেল উপজেলা। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে তালগাছ রোপণ করা হয় উপজেলার শীর্ষ বিদ্যাপিঠ নাইক্ষ্যংছড়ি এম এ কালাম সরকারী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে। পর্যায়ক্রমে ১ হাজার চারা রোপণ করা হবে। কলেজের প্রশাসনিক ভবন চত্বরে অনুষ্টিত এ উদ্বোধনী অনুষ্টানে অংশ নেন প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামসুদ্দিন মো. রেজা, বিশেষ অতিথি কলেজ অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম, ইউসিবি ব্যাংকের কঙবাজার শাখার ব্যবস্থাপক রাজু আহমদ খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রবীর দেব, ইউসিবি কর্মকর্তা জসিম উদ্দিন ও দিলনেওয়াজ বেগম পুসি, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল, সদস্য আবদুর রশিদ ও কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী। এ সময় প্রধান অতিথি বলেন, তাল গাছ একদিকে যেমন বজ্রপাত থেকে রক্ষা করতে সহায়ক, অন্যদিকে পরিবেশের উষ্ণতা রোধেও এর গুরুত্ব অপরিসীম।

এছাড়াও তালের রসে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা থেকে সহজেই এই ভিটামিনের ঘাটতি পূরণ করা যেতে পারে। তিনি এ ধরনের মহতি উদ্যোগ নেয়ার জন্যে ব্যাংক কতৃপক্ষকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে ইউসিবি ব্যাংক। একই সাথে দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলা থেকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ২৫ জন উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয় ইউসিবি ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে মন্দিরের ঘণ্টা চুরি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় দুই দিনে ২ শ্রমিক নিহত