আফগান স্পিন আক্রমণকে বিশ্বসেরা বলছেন বাংলাদেশের সহকারী কোচ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

ওয়ানডেতে ঘরের মাঠে নিজেদের একপ্রকার অপ্রতিরোধ্যই বানিয়ে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ডের পর এবার আফগানিস্তানের কাছেও সিরিজ হারলো টাইগাররা। এখন আছে ধবলধোলাইয়ের শঙ্কায়। প্রথম দুই ম্যাচে হারের পর বাংলাদেশের ভুলগুলো নিয়ে চলছে আলোচনাসমালোচনা। দুই ম্যাচে বাংলাদেশি ব্যাটাররা ব্যর্থ হলেও আফগান বোলিং অ্যাটাক ছিল পুরোপুরি সফল। রশিদ খান, মুজিবউররহমান ও মোহাম্মদ নবীর স্পিনের কাছে নাকাল লিটনশান্তরা। তাই তো ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাসের কাছেও ছিল আফগান বোলিং ইউনিট নিয়ে প্রশ্ন।

পোথাস বলেন ওদের স্পিন আক্রমণ বিশ্বসেরা। এটাই বাস্তবতা। ওদের তিনজনই সাদা বলের ক্রিকেট খেলেছে অনেক। এমন বোলিং আক্রমণ যেকোনো অধিনায়কের স্বপ্ন। তাদের তিনজন বোলার আছেন যারা ভালো করছে। এটা একজন অধিনায়কের জন্য সহজ হয়ে যায়, যখন বোলাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে। চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে সর্বোচ্চ ৫ উইকেট শিকারির তালিকায় আছেন ৩ আফগান বোলার। দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছে পেসার ফজল হক ফারুকি। এছাড়া মুজিব পাঁচটি ও রশিদ খান নিয়েছে ৪ টি উইকেট। আফগানিস্তানের এমন বোলিং অ্যাটাকের বিপক্ষে খেলতে পারাকে বেশ ইতিবাচক ভাবে দেখছেন পোথাস। তিনি বলেন টেকনিক্যালি তারা যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সেটা আমাদের জন্য ভালো। কারণ আমাদের আরও ভালো করা সুযোগ তৈরি হচ্ছে। আপনি যখন এমন মানসম্পন্ন স্পিন মোকাবিলা করবেন, তখন আপনি চাইলে যেকোনো স্পিন মোকাবিলা করতে পারবেন।

আফগান স্পিনারদের মোকাবিলায় কোনো উন্নতি চোখে পড়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পোথাস বলেন হ্যাঁ। কিছুটা উন্নতিতো অবশ্যই আছে। কিন্তু চাপের মধ্যে থাকলে তা ধরে রাখা সম্ভব হয় না। তাদেরকে সময় দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তান থেকে একধাপ পিছিয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৭.০৮ কোটি টাকা