আইসিসির লাভের বেশির ভাগই ভারতের পকেটে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৬:৫৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপের আয়োজনের আগে বড় ধরনের সুসংবাদ পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির মোট লভ্যাংশের ৩৮ দশমিক ৫ শতাংশ বুঝে পাচ্ছে তারা। আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আইসিসির লভ্যাংশ বন্টনের এই হিসেবে ভারত পাবে প্রায় ২ হাজার ৪৫০ কোটি টাকারও বেশি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পাবে ৬ দশমিক ৮৯ শতাংশ, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে যাবে ৬ দশমিক ২৫ শতাংশ। বন্টনের হিসেবে বাংলাদেশ পাবে ৪ দশমিক ৪৬ শতাংশ। তবে অন্যান্য বোর্ডের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন বিস্তর ব্যবধানের কারণও ব্যাখ্যা করেছে আইসিসি। সংস্থাটির ভাষ্য, এই বন্টনের ক্ষেত্রে কাউকেই বাড়তি সুবিধা দেয়া হচ্ছে না। অনেকগুলো বিষয়কে কেন্দ্র করেই বেশি ভাগ পাচ্ছে ভারত। আইসিসির এক প্রতিনিধি জানান, কোন দেশের ক্রিকেট বোর্ড কত টাকা পাবে তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। আইসিসি র‌্যাঙ্কিংয়ে দেশের অবস্থান, আইসিসি প্রতিযোগিতায় সেই দেশের ফলাফল এবং সমপ্রচার ও বিজ্ঞাপন থেকে সেই দেশ কত টাকা আয় করছে। মূলত ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা এবং বড় ধরনের স্পন্সরশিপের কারণে অন্য যেকোন বোর্ডের তুলনায় লভ্যাংশের ভাগ বেশি পাচ্ছে দেশটি। আইসিসির ভাষ্য, এবছর অন্য সব দেশের ক্রিকেট বোর্ডও আগের চেয়ে বেশি অর্থ পাবে। আইসিসির এমন লভ্যাংশ বিতরণের সমালোচনা করেছে সহযোগী দেশগুলো। তাদের মতে একটি দেশের এত বড় অংশ নিয়ে নেয়ার কারণে বাকি দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান কাঠামো অনুযায়ী, মোট লাভের ৮৮ দশমিক ৮১ শতাংশ পাবে ১২ টি পূর্ণ সদস্য। বাকি ১১ দশমিক ১৯ শতাংশ পাবে ৮২ টি সহযোগী দেশ।

পূর্ববর্তী নিবন্ধস্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে ইরানের মেয়েরা
পরবর্তী নিবন্ধহোয়াইটওয়াশ হলে র‌্যাংকিংয়ে পিছিয়ে যাবে বাংলাদেশ