জুতার ভিতরে ইয়াবা পাচার, কক্সবাজার বিমানবন্দরে ক্যাবল ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

জুতার ভিতরে করে ইয়াবা পাচারকালে কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার ইয়াবাসহ ধরা পড়েছেন নুরুল আয়ুব চৌধুরী (৩৮) নামে এক ব্যবসায়ী। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে চেকিংয়ের সময় তার হাতে থাকা জুতার বঙে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে। আটক নুরুল আয়ুব চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে কঙবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে অবতরণ করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি৪৩৪) যাত্রী ছিলেন নুরুল আয়ুব চৌধুরী। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল স্ক্যানিং করার সময় এক যাত্রীর সাথে থাকা একটি জুতার বঙকে সন্দেহজনক মনে হয়। পরে দায়িত্বরত গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তাকে তল্লাশির সিদ্ধান্ত নেন। তার ব্যাগসহ অন্য মালামাল তল্লাশির সময় হাতে থাকা জুতার বাঙের ভেতর ৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

কঙবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, কঙবাজার বিমানবন্দরে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ডিস ব্যবসায়ী নুরুল আয়ুব চৌধুরীর বিরুদ্ধে সোমবার (গতকাল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলায় নুরুল আয়ুব চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধ‘মাঝে মাঝে মনে হয়, সবকিছু বন্ধ করে দিই’
পরবর্তী নিবন্ধভূমিসেবা সিস্টেম থেকে নাগরিকের কোনো তথ্য ফাঁস হয়নি