ড্রোন দিয়ে ভবন পর্যবেক্ষণের দ্বিতীয় দিন গতকাল নগরের আগ্রাবাদ এলাকায় ১০০ বাসা–বাড়ি, হাসপাতাল ও সরকারি অফিস–আদালতের ছাদ ও আশপাশে পর্যবেক্ষণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ সময় ছাদে পানি জমে থাকায় একটি বেসরকারি হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালটিসহ মোট পাঁচ ভবন মালিককে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
এ বিষয়ে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আবুল হাশেম আজাদীকে বলেন, ১০০’র বেশি বাড়ি চেক করা হয়েছে। সিডিএ আবাসিক এলাকার পুরোটা পর্যবেক্ষণ করা হয়। বেশিরভাগেই পানি জমেছিল। পাঁচটাকে জরিমানা করা হয় এবং বাকিদের সতর্ক করা হয়।
জানা গেছে, একটি হাসপাতালসহ দুইটি ভবন মালিককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা, দুই ভবন মালিককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং এক ভবন মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিক সূত্র জানায়, অভিযানে শ্রম অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান, আমেরিকান হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানের সামনে পানি জমে থাকায় তাদের সতর্ক করা হয়। এছাড়া জরিমানা করা বেসরকারি হাসপাতালটির পুরাতন ভবনের ছাদে পানি জমেছিল।
প্রসঙ্গত, গত ৯ জুলাই থেকে নগরের বিভিন্ন বাসা–বাড়ির ছাদে মশার লার্ভা আছে কিনা তা জানতে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছে চসিক।