কাপ্তাইয়ে প্রশিক্ষণ দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগ

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৮:২৩ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন বিষয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষিতদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এ জন্য নিবন্ধন ফি হিসেবে ৭ হাজার টাকা প্রদান করতে হবে। এরকম প্রলোভন দেখিয়ে একটি চক্র আজ সোমবার (১০ জুলাই) কাপ্তাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মহলে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এসব প্রচারণায় অনেকে আকৃষ্ট হচ্ছেন বলেও জানা গেছে কিন্তু কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে কোনো বিষয়ে কাউকে প্রশিক্ষণ দেয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতারক চক্র হীন উদ্দেশ্যে সহজ-সরল লোকজনকে উদ্বুদ্ধ করে টাকা হাতিয়ে নেয়ার ফন্দি আঁটছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. ওমর ফারুক রনি আজ সোমবার সন্ধ্যা ৭টার সময় আজাদীকে বলেন, “উপজেলা হাসপাতালের পক্ষ থেকে ৭ হাজার টাকার বিনিময়ে কাউকে কোনো বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রশ্নই উঠে না। এরকম কোনো আলোচনা বা সিদ্ধান্ত হাসপাতালের পক্ষ থেকে নেওয়া হয়নি।”

ডা. ওমর ফারুক রনি এরকম একটি প্রতারণার কথা শুনেছেন বলে জানান। এ ধরনের কোনো প্রতারকের খপ্পরে না পড়ার জন্য তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন। কোথাও কেউ এরকম প্রচারণা চালালে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন অথবা থানা পুলিশকে অবহিত করার জন্যও পরামর্শ দিয়েছেন তিনি।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় আজাদীকে বলেন, “টাকার বিনিময়ে বা টাকা ছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কোনো ধরনের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনো কুচক্রী মহল হীনস্বার্থে সাধারণ লোকজনকে ঠকানোর ফন্দি হিসেবে এরকম মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

এ ধরনের কোনো প্রতারকের তথ্য পেলে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করার জন্য তিনি উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে বিপণন বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ইয়াবা পাচার মামলায় শালা-দুলাভাইয়ের যাবজ্জীবন