খৈয়াছরায় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রবিবার পশ্চিম পোলমোগরা খৈয়াছরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে পশ্চিম পোলমোগরা এফসিএ চ্যাম্পিয়ন এবং দুয়ারু টিম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। শত শত দর্শকের উপস্থিতে অনুষ্ঠিত খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১২ নং খৈয়াছরা ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু। খেলার উদ্বোধন করেন মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপাধ্যক্ষ নাসির উদ্দিন, জিয়াউর রহমান, নুরুল ইসলাম ইরান, মাহফুজুল আলম, সোহরাব হোসেন টুটুল, ইউপি সদস্য শিবলু, মিনহাজুল করিম লিটন প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নং খইয়াছরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর ইউপি সদস্য এবং খেলার প্রধান উপদেষ্ঠা নুর উদ্দিন। পরে উপস্থিত অথিতিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে সিরিজ শেষ হয়ে গেলো এবাদতের
পরবর্তী নিবন্ধসিরিজে সমতা ফেরাল টাইগার যুবারা