মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে কোরবানির পশুর চামড়া বিক্রির অর্থ পাঁচ জন ক্যান্সার, লিভার ও কিডনি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
গতকাল রোববার রাতে মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাছির মোহাম্মদের পরিচালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন গোলাম মোহাম্মদ যোবায়ের, চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, পরিষদের সদস্য সচিব নুরুল আমিন, ৩০ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক পেয়ারু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাড. মাহবুবুল আলম, হারুন–অর–রশিদ। খবর বাংলানিউজের।
এতে আরও উপস্থিত ছিলেন আয়াজ বাহাদুর, আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, ছাদেক আহমেদ, মোহাম্মদ ফরিদ, আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, ওমর ফারুক রুবেল, মন্জু মিয়া, আলী আহমেদ, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, আহসান হাবিব রিপন, জাহেদ মিয়া, জাকির হোসেন, ওসমান গনি রাজু, সালাউদ্দিন জুয়েল, মোহাম্মদ রাশেদ, শাহেদ আলম, মোহাম্মদ করিম, জিতু, রবিন, সীমান্ত, এলিন, সাফওয়ান প্রমুখ।