নগরের সদরঘাট চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হবে। আজ সোমবার সকাল ১১টায় সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এ কার্যক্রম উদ্বোধন করবেন।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জ্বরে আক্রান্ত সন্দেহজনক রোগীদের বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করানো হবে। টেস্টের জন্য কিট কেনা থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলেই ফার্মেসি থেকে ওষুধ গ্রহণ না করে দ্রুততম সময়ে টেস্ট করার জন্য এবং ঘরের কোথাও মশা জন্মানোর মতো পানি জমে থাকলে তা অপসারণে নাগরিকদের পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত, সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু (এনএস–ওয়ান) টেস্ট ফি হিসেবে নেয়া হয় ১০০ টাকা। একইভাবে আইজিজি ও আইজিএম টেস্ট ফিও নেয়া হয় ১০০ টাকা। তবে বেসরকারি ল্যাবে এ ফি ৩০০ টাকা নির্ধারণ করেছে সরকার। আর ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য অপরিহার্য অপর টেস্ট সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) বাবদ সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ২০০ টাকা এবং বেসরকারি ল্যাবে ৪০০ টাকা খরচ পড়ে।