লোহাগাড়ায় টিলা কাটায় দেড় লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৮:৫৬ অপরাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় টিলা কেটে অন্যত্র মাটি বিক্রির অপরাধে মো. আইয়ুব আলী (৪০) নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুখছড়ি এলাকার মৃত সৈয়দ আহমদের পুত্র।

আজ রবিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান বিষয়টি জানান।

তিনি জানান, গতকাল শনিবার দুপুরে চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাইয়ার পাড়া এলাকায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিধিবহির্ভূতভাবে টিলা কেটে মাটি অন্যত্র বিক্রির অপরাধ স্বীকার করায় অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধড্রোন দিয়ে মশা খুঁজছে চসিক
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে ট্রলারে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় আরও ৩ মরদেহ হস্তান্তর