হাটহাজারীতে প্রতিষ্ঠিত গবাদি পশুর জাত উন্নয়ন খামার পরিদর্শন করেছেন প্রানী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার। গতকাল শনিবার সরকারি দুগ্ধ গবাদি জাত উন্নয়ন খামার, সরকারি ছাগল উন্নয়ন খামার আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার কাম বুল স্টেশন পরিদর্শন করেন তিনি।












