মীরসরাই পূজা উদ্‌যাপন পরিষদের বর্ধিত সভা

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখার বর্ধিত সভা গতকাল শনিবার কেন্দ্রিয় জগদ্বিশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল শীল, যুগ্ম সাধারণ সম্পাদক গোপী কুমার দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল কান্তি দত্ত। বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার শর্মা, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুদর্শন রায়, অমর কৃষ্ণ দে, নারায়ন সরকার, পিযুষ নাহা, অনির্বাণ চৌধুরী রাজীব, জহল লাল নাথ অভি, বেনুতোষ দাশ, আশীষ দাশ, পরিমল কর্মকার, অধ্যাপক শিমুল ভৌমিক, শংকর শর্মা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে গৃহবধূ তারিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধপ্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের গবাদি পশুর খামার পরিদর্শন