চন্দনাইশে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ৭:৩৭ অপরাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার হাতিয়াখোলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুর দুইটায় পুলিশ হাতিয়াখোলা ঘিলাতলী এলাকার অলি ফকিরের বাড়ি থেকে এসব আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

এসময় পুলিশ মো. আনোয়ার (২৬) নামে একজনকে আটক করে।

জানা যায়, উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ড হাতিয়াখোলা ঘিলাতলী এলাকার অলি আহম্মদ প্রকাশ অলি ফকিরের বাড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র থাকার কথা গোপন সূত্রে জানতে পেরে পুলিশ আজ শনিবার ভোররাতে অভিযান পরিচালনা করে।

এসময় অলি ফকিরের বাড়িতে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরী একনালা বন্দুক, একটি কার্তুজ, তিনটি বন্দুকের বাটবিহীন নল, তিনটি চাপাতি, পাঁচটি ছোট ও বড় ছুরি, একটি ধামা উদ্ধার করে। এসময় অলি ফকিরের ছেলে মো. আনোয়ারকে আটক করে পুলিশ।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাঁচজন নিহতের ঘটনায় ছয়জন গ্রেফতার
পরবর্তী নিবন্ধবিএনপি যতই সময় দিবে না বলে ততই জনগণ আমাদের সময় বাড়িয়ে দেয়