বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত ৩৯তম জাতীয় টেবিল টেনিস (জুনিয়র ও সিনিয়র) চ্যাম্পিয়নশীপ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে আগামী ২২ হতে ২৯ জুলাই। এই চ্যাম্পিয়নশিপে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। এ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষে স্বাক্ষর করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি ও সিজেকেএস টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান মো: হাফিজুর রহমান, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ সভাপতি মো: হাসান মুনির, কোষাধক্ষ আনোয়ার কবির চৌধুরী, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম ও মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাশেম, সৈয়দ আবুল বশর, নাসির মিয়া, সিজেকেএস কাউন্সিলর ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সদস্য সাইফুল আলম বাপ্পী, নির্বাহী সদস্য আসাদুজ্জামান বাদশা, আসিফ আহমেদ মৃধা, মো: এনামুল হক, সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক হারুন রশিদ, সাবেক সিজেকেএস নির্বাহী সদস্য ইঞ্জি: মো: জসিম উদ্দিন প্রমুখ।












