দুই ভাই নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

রাউজানে সড়ক দুর্ঘটনা

রাউজান প্রতিনিধি | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

রাউজানে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পিকআপ চালক আমিন রসুল (২২) কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে রাউজান থানার উপপরিদর্শক জয়নাল আবেদীন বাদি হয়ে তার নামে মামলা দায়ের করেন। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেলে পাঠায়। ঘাতক চালক আমিন রসুল রাউজান উপজেলার দক্ষিণ পাহাড়তলী চৌধুরী হাটের সেকান্দর কলোনিতে বসবাস করত।

সে সন্দীপ উপজেলার মুছাপুর গ্রামের মো. আকবরের ছেলে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই সড়কের পাহাড়তলী এলাকায় সিএনজি অটোরিকশাযোগে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হন। পরে মাওলানা মমতাজ উদ্দিন (৬৫) ও মো. আক্কাস উদ্দিন (৬৩) নামে দুই আপন ভাই মারা যান।

পূর্ববর্তী নিবন্ধসরলতা ও আত্মত্যাগের প্রতীক ছিলেন খলিফা হযরত আলী (রা.)
পরবর্তী নিবন্ধসিসিটিএ’র আয়কর আইন বিষয়ক কর্মশালা