জীবনের অলি গলির
অনেক আছে প্যাচ,
কথার মাঝে ফোঁড়ন কাটে
স্বভাবসিদ্ধ খ্যাচ খ্যাচ।
উপন্যাসের শেষের পাতায়
সারাংশ থাকে অল্প,
অন্তরীক্ষের দহন লিখে
হয় নাতো শেষ গল্প।
জলমগ্ন শহরেতে
নর্দমায় থাকে কীট,
অসভ্যতায় ভরা মগজ
বেশভূষণে ফিট।
সুপ্রিয়া দে | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ