পাতাল রেলসহ ছয়টি মেট্রোরেলের কাজ ২০৩০ সালের মধ্যে শেষ করে যাত্রী পরিবহন চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার বিকালে আগারগাঁও স্টেশনে এমআরটি লাইন ৬ এর পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ অনুষ্ঠানের পর দেশের প্রথম এ মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। মন্ত্রী এদিন বিকাল সাড়ে ৪টায় আগারগাঁও স্টেশনে এ পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন। গার্ডের সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার অনুমতি দেন তিনি। এখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে মেট্রোরেল, যা গত ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বিডিনিউজের।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের জানান, আগামী অক্টোবরের শেষের দিকে প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত লাইনে যাত্রী পরিবহনে মেট্রোরেলের উদ্বোধন করবেন। মেট্রোরেলকে শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট উল্লেখ করে তিনি বলেন, এমআরটি লাইন ৬–এর কাজ শেষ পর্যায়ে। আমাদের পাতালরেলে গ্রাউন্ড ওয়ার্ক হয়েছে। সব মিলিয়ে এমআরটি লাইন ৬, এমআরটি লাইন ১, এমআরটি লাইন ৫ (নর্দান রুট, এমআরটি লাইন ৫ (সাউদার্ন রুট), এমআরটি লাইন ২, এমআরটি লাইন ৪–এর কাজ ২০৩০ সালের মধ্যে শেষ করে যাত্রীদের জন্য খুলে দিতে পারব।
ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল ব্যাপক ভূমিকা রাখবে জানিয়ে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ঢাকা মহানগরী ও পাশ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক পরিবহন হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় ছয়টি মেট্রোরেল একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ গ্রহণ করেছে। এই কর্মপরিকল্পনা অনুসরণে দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎচালিত, পরিবেশবান্ধব ও দূর নিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ২১.২৬ কিলোমিটার দীর্ঘ এবং ১৭টি স্টেশন বিশিষ্ট বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল এমআরটি লাইন ৬–এর নির্মাণ কাজ দ্রুত শেষ করে লক্ষ্যমাত্রা অর্জনে পুরোদমে এগিয়ে চলছে।
কাদের জানান, ১৫ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ‘পারফরমেন্স টেস্ট ও ট্রায়াল রান’ চলতে থাকবে। এগুলো শুক্রবার দিনে এবং অন্যান্য দিন রাতে করা হবে। পরীক্ষামূলক চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে দৈনিক গড়ে ৭০ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন বলে জানান তিনি।
তিনি বলেন, এতে এখন দৈনিক গড়ে গ্রস আয় হচ্ছে প্রায় ২৬ লাখ টাকা। আগারগাঁও থেকে মতিঝিল অংশে সফলভাবে টেস্টসমূহ সম্পন্ন হওয়ার পর অক্টোবর মাসের শেষ প্রান্ত থেকে ফার্মগেইট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল এ তিনটি স্টেশনে মেট্রো ট্রেন থেমে, এই অংশের যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সাত স্টেশনের বাকিগুলোতে ট্রেন থামবে বলে জানান তিনি।