তামিমকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজাদী অনলাইন | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৪:৩৮ অপরাহ্ণ

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে অনেকটা হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম ইকবাল।

পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, তামিমের সঙ্গে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হন তারা। পরে নাফিস ইকবালের মাধ্যমে ফিরে আসার আহ্বান জানানো হয় তামিমকে।

এবার তামিমের অবসর নিয়ে কথা বলতে তাকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে অবশ্য ‘ভিন্ন ভিন্ন’ কারণের কথা বললেও নির্দিষ্ট করে কিছু বলেননি তামিম ইকবাল। তবে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা ও ফিটনেস ইস্যুতে আগে থেকেই চাপে ছিলেন তিনি।

পরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের দিন একটি পত্রিকাকে সাক্ষাৎকার দেন পাপন। সেখানে পুরো ফিট না হয়েও খেলবেন, এমন মন্তব্যের জন্য তামিমের সমালোচনা করেন তিনি। সেটিই তামিমের সিদ্ধান্তকে চূড়ান্ত করে।

তামিমের অবসরের ঘোষণায় জরুরি বোর্ড সভা ডাকে বিসিবি। নতুন অধিনায়ক না দিয়ে চলতি সিরিজে ভারপ্রাপ্ত হিসেবে লিটন দাসকে দায়িত্ব দিয়েছে বোর্ড।

নতুন অধিনায়ক না দিয়ে তামিমের জন্য পথ খোলা রাখা হয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় এরশাদ আলীর কবর জিয়ারতে এম এ মোতালেব সিআইপি
পরবর্তী নিবন্ধফিরছেন তামিম