পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে এবার আদালতে বিচার হবে প্রখ্যাত সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের। আগামী ২৪ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় বিবিসি। কিশোর বয়স থেকেই জলবায়ু আন্দোলন নিয়ে কাজ করে আসা গ্রেটার বয়স এখন ২০ বছর। গত মাসে একদল তরুণ পরিবেশ কর্মী সুইডেনের মালমো বন্দরে ঢোকার মুখে টানা অবস্থান নিয়ে বন্দরে তেলের ট্যাংকার প্রবেশে বাধা দেয়। ওই পরিবেশকর্মীদের সঙ্গে থুনবার্গও যোগ দিয়েছিলেন। টানা ছয়দিন ধরে তারা বিক্ষোভ চালিয়ে যান। ওই সময় কয়েকজন বিক্ষোভকারী তেলের ট্যাংকারের উপরও চড়ে বসেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে সড়ক অবরোধ করে রাখেন। ওই সময় ইন্সটাগ্রামে এক পোস্টে থুনবার্গ লেখেন, জলবায়ু সংকট এরইমধ্যে অগণিত মানুষের জীবন–মরণের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখবো না বরং নিজেরাই জীবাশ্ম জ্বালানির অবকাঠামোগুলো বন্ধ করবো। খবর বিডিনিউজের।
থুনবার্গকে আদালতে তলবের বিষয়ে সুইডিশ প্রসিকিউশন অথরিটি থেকে বলা হয়, প্রসিকিউটর একজন তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যিনি এই বছরের ১৯ জুন একটি জলবায়ু বিক্ষোভে অংশ নিয়েছিলেন। প্রসিকিউশনের মতে, ওই বিক্ষোভ মালমোতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছিল। থুনবার্গসহ আরো তিনজনকে আগামী ২৪ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানায় তারা। এ বিষয়ে জানতে বিবিসি থেকে থুনবার্গের সঙ্গে যোগাযোগ করা হলে তার একজন প্রতিনিধি জানান, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। যদি বিচারে গ্রেটা বা বাকিরা দোষী সাব্যস্ত হন তবে তাদের ছয় মাসের কারাদণ্ড বা আর্থিক জরিমানা হতে পারে বলে জানিয়েছে বিবিসি। থুনবার্গের সঙ্গে যাদের আদালতে ডাকা হয়েছে তাদের একজন ২০ বছরের ইরমা শেলসত্রেম।