সিএসইতে লেনদেন ২১.২২ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিএ গতকাল বৃহস্পতিবার ২১.২২ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ৭,৩১৭টি লেনদেনের মাধ্যমে মোট ৮২.০৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৭২০.৮০ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৫.৩৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭৭.৫২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৮৪.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,০০৭.০৪ পয়েন্ট। বৃহস্পতিবার দিন শেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৯,০১৪.০৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৭,০৭৮.৫৯ কোটি টাকায়। সিএসই’তে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৮টির, এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত রয়েছে ৮৩টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ. আফ্রিকার বস্তিতে বিষাক্ত গ্যাসে ১৬ মৃত্যু
পরবর্তী নিবন্ধতাক লাগানো উত্থানের পর এই প্রথম ভাটা চ্যাটজিপিটিতে