খো-খো লিগে চ্যাম্পিয়ন চট্টগ্রাম রাইফেল ক্লাব, রানার্স আপ শতদল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস খো খো লিগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রাইফেল ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চট্টগ্রাম রাইফেল ক্লাব ১৮৮ পয়েন্টে শতদল ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। সিজেকেএস কোষাধ্যক্ষ ও খো খো কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সিজেকেএস সাবেক নির্বাহী সদস্য ও খো খো কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী, মো, হাফিজুর রহমান, যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, জহির আহমদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দিন হাসান, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, হারুন আল রশিদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম, আকতারুজ্জামান, নুরুল আবছার, প্রবীন কুমার ঘোষ, এনামুল হক, লুৎফুল করিম সোহেল, সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল আলম বাপ্পি, আবু জাহেদ, জাহেদ হোসেন, রায়হান উদ্দীন রুবেল, জিয়াউদ্দিন আহমেদ, সাইফুল আলম খান, আব্দুর রশীদ লোকমান, ডা. তিমির বরণ চৌধুরী, সরওয়ার আলম চৌধুরী মনি, আলী হাসান রাজু, কাজী জসিম উদ্দীন, এ এস এম ইকবাল মোর্শেদ, সাবেক নির্বাহী সদস্য কামাল আহমেদ, আছলাম মোরশেদ, চট্টগ্রাম রাইফেল ক্লাবের সমন্বয়কারী মোহাম্মদ এহসানুল হক চৌধুরী, তৌহিদুল আনোয়ার উ/বি প্রধান শিক্ষিকা কাওছার বেগম, সিজেকেএস খো খো কমিটির সদস্য হারুন অর রশীদ, গিয়াসউদ্দিন বাবর, সাইফুল্লাহ মুনির, আবদুর রহিম ও সাইফুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতামিমের অবসরে যা বললেন মিরাজ মোস্তাফিজ লিটনরা
পরবর্তী নিবন্ধতামিমের এমন ঘোষণা একেবারেই অপ্রত্যাশিত বিসিবির কাছে