বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ গত ৫ জুলাই থেকে শুরু হয়েছে। দামপাড়া পুলিশ লাইনস মাঠে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
উদ্বোধনী খেলায় অংশ নেয় সিএমপি ফুটবল দল এবং চট্টগ্রাম রেঞ্জ দল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, প্রবীর কুমার রায়, অ্যাডিশনাল ডি আই জি (অর্থ ও প্রশাসন), চট্টগ্রাম রেঞ্জ; সিএমপি’র উপ–পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।