বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

| শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ গত ৫ জুলাই থেকে শুরু হয়েছে। দামপাড়া পুলিশ লাইনস মাঠে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

উদ্বোধনী খেলায় অংশ নেয় সিএমপি ফুটবল দল এবং চট্টগ্রাম রেঞ্জ দল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, প্রবীর কুমার রায়, অ্যাডিশনাল ডি আই জি (অর্থ ও প্রশাসন), চট্টগ্রাম রেঞ্জ; সিএমপি’র উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধতামিমের অবসরে যা বললেন মিরাজ মোস্তাফিজ লিটনরা