আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ওপেনার রনি তালুকদার। তামিমের জায়গায় রনির দলে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। বৃহস্পতিবার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন রনি। মূলত টি–টোয়েন্টি দলের অংশ হিসেবে চট্টগ্রামে এসেছিলেন এই ডানহাতি ওপেনার। তবে তামিমের অবসরে ওয়ানডে দলে জায়গা হয় রনির। আগামী ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকী দুই ম্যাচ।












