এপিক হেলথ কেয়ারে অনুষ্ঠিত হল জাঁকজমকপূর্ণভাবে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব। গতকাল বৃহস্পতিবার কনফারেন্স রুমে মানব সম্পদ বিভাগ এবং কর্পোরেট বিজনেস ও ব্র্যান্ড বিভাগের যৌথ আয়োজনে কর্মকর্তা–কর্মচারীদের জন্য বিভিন্ন রকমের দেশীয় ফলের সমারোহ ঘটানো হয়।
অনুষ্ঠানে ম্যানেজিং ডাইরেক্টর এস এম আবু সুফিয়ান বলেন, আমাদের সকল সহকর্মীদের জন্য ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের দেশীয় ফল যেমন চেনা জরুরি ও এর পুষ্টিগত গুণাগুণও জানতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এপিক হেলথ কেয়ারের ম্যানেজার ডাইরেক্টর ইঞ্জিনিয়ার এস এম আবু সুফিয়ান, ডিরেক্টর তহমিনা মরিয়ম, ডাইরেক্টর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তানজিনা কবির, ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট জসিম উদ্দিন, এক্সিকিউটিভ ডাইরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং টি এম হান্নান, এজিএম এইচ আর অ্যান্ড এডমিন আরেক হোসেন ও এজিএম অপারেশন্স ডা. ইমতিয়াজ উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












