গ্রীন হিলস চিটাগাং ইনার হুইল ক্লাবের অভিষেক

| শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস চিটাগাং এর ২০২৩২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক গত বুধবার নগরীর খুলশী হিলসে অনুষ্ঠিত হয়। এতে জারিন নিজাম শেখ প্রেসিডেন্ট, আফরোজা জামান সেক্রেটারি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আইপিপি ম্যাগনোলিয়া গনসালভেস, জেবুননেসা চৌধুরী, আমিন ফারজানা এবং ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর ভাইস চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম। অভিষেক পরবর্তী পর্যায়ে দোয়া মাহ্‌ফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদা দাবির মামলা করায় হামলার অভিযোগ
পরবর্তী নিবন্ধ৫০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি