সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ১২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ ইদিলপুরস্থ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে রূপালী আইসক্রিম কারখানার পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি বড় ঝুড়িবর্তী মাছগুলো উদ্ধার করা হয়।
এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ১২০ কেজি ইলিশ মাছ উন্মুক্তস্থানে নিলামের মাধ্যমে ৩৮ হাজার টাকা বিক্রি করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক। জানা যায়, ৬৫ দিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকার করে তা বিক্রির উদ্দেশ্য নিয়ে আসে। গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে মৎস্য অধিদপ্তর মাছগুলো উদ্ধার করে। উপজেলা মৎস্য অফিসার মো. কামাল উদ্দিন চৌধুরী বলেন, সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও কিছু মানুষ সাগর থেকে মৎস্য শিকার করছেন। সন্দ্বীপ চ্যানেলে গোপনে ইলিশ মাছ শিকার করে তা বিক্রির উদ্দেশ্য সীতাকুণ্ডে নিয়ে আসে। আমরা আসার খবর পেয়ে একটি চক্র মাছগুলো রেখে পালিযে যায়। ১২০ কেজি ইলিশ নিলামে বিক্রি করে সেই টাকা রাস্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।












