মোহরা বি ইউনিট আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম আনোয়ার মির্জা বলেছেন, জনগণের সঙ্গে আওয়ামী লীগের সেতু বন্ধন হলো আওয়ামী লীগের তৃণমূল। এই তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামীলীগের প্রাণশক্তি। শেখ হাসিনা মানে উন্নয়ন, অগ্রগতি। শেখ হাসিনা থাকলেই দেশ ভালো থাকবে। তিনি মান–অভিমান, দ্বিধা–দ্বন্দ্ব ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মোহরা বি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণির সভাপতিত্বে ও হাজী মনসুরের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহরা ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক, হাজী আবু তাহের, হাসান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. হানিফ খান, রফিক সওদাগর, ইউছুপ সওদাগর, জানে আলম, মো. জাহাঙ্গীর, মো. আজম, নেজাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












