রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের নিচে

| শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

আমদানি দায় মেটাতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) সবশেষ অর্থ পরিশোধের পর বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। এর আগে গত ৮ মে সাত বছর পর রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। তখনও মার্চএপ্রিল দুই মাসের আকুর দায় পরিশোধ করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার আকুর মেজুন মাসের ১ দশমিক ০৯ বিলিয়ন ডলার দেনা পরিশোধের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক সরোয়ার হোসেন। তিনি বলেন, ‘আকুর দায় শোধ করার পর রির্জাভের স্থিতি বৃহস্পতিবার হয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।’ খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধঘরে ঢুকে ছাত্রলীগ নেতাকে কামড়ে দিল পাগলা কুকুর
পরবর্তী নিবন্ধস্ত্রীর মামলায় সেই মোস্তাকিমের জামিন