জ্বরে আক্রান্ত সন্দেহজনক রোগীদের বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল। সদরঘাটস্থ এ হাসপাতালে আগামী সোমবার (১০ জুলাই) থেকে বিনামূল্যের এ টেস্ট সুবিধা চালু হবে।
এ তথ্য নিশ্চিত করে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে বলেন, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তে মেয়র মহোদয় ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন। এখন টেস্টের জন্য কীট ক্রয়ের প্রক্রিয়া চলছে। কীট কেনা ও কিছু আনুষ্ঠানিকতা শেষে আগামী সপ্তাহে এ কার্যক্রম শুরু হবে। সোমবার থেকেই বিনামূল্যের এ টেস্ট সুবিধা শুরু করতে পারবো বলে আমরা আশা করছি।
উল্লেখ্য, সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু (এনএস–ওয়ান) টেস্ট ফি হিসেবে নেয়া হয় একশ টাকা। একই ভাবে আইজিজি ও আইজিএম টেস্ট ফিও নেয়া হয় একশ টাকা। তবে বেসরকারি ল্যাবে এ ফি তিনশ টাকা নির্ধারণ করেছে সরকার। আর ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য অপরিহার্য অপর টেস্ট সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) বাবদ সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে দুইশ টাকা এবং বেসরকারি ল্যাবে চারশ টাকা খরচ পড়ে।












