কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা কমিউনিটি নেতা খুন হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুতুপালংয়ের ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত ব্যক্তির নাম এবাদুল্লাহ। তিনি এ/৯ ব্লকের উপ-প্রধান বা সাব মাঝি হিসেবে দায়িত্ব পালন করতেন।
ওসি বলেন, এবাদুল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত সেই সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এবাদুল্লাহর ওপর হামলার সময় ওই ক্যাম্পেরই একটি অংশে রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমার জান্তার নির্যাতনের তথ্য সংগ্রহ করছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতিনিধি দল।
আইসিসির প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহে বাংলাদেশ সফরে এসেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল পৌনে ১০টার দিকে ১০ সদস্যের প্রতিনিধি দলটি কুতুপালংয়ের ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/১ ব্লকে যান। সেখানে মিয়ানমারে নির্যাতনে শিকার ১৩ নারী-পুরুষের সঙ্গে আলোচনা করে তথ্য সংগ্রহ করেন তারা।
বেলা ১১টা ২০ মিনিটের দিকে তারা এই ক্যাম্প থেকে বের হয়ে বালুখালীর ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান।
অর্থাৎ, আইসিসির প্রতিনিধি দলটি যখন ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/১ ব্লকে তথ্য সংগ্রহ করছিলেন তখন সেখান থেকে কিছু দূরে ১/৯ ব্লকেই হামলার শিকার হন এবাদুল্লাহ।