চোখের পানিতে ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

নজরুল ইসলাম | বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ১:৪৭ অপরাহ্ণ

কেঁদে কেঁদে ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম ইকবাল খান। আন্তর্জাতিক ক্রিকেট তিনি আর খেলবেন না। বাবার স্বপ্ন পূরণে ক্রিকেট খেলতে এসেছিলেন তামিম চাচা আকবর খানের হাত ধরে। তার প্রথম কোচ তপন দত্তের কাছে নিয়েছিলেন ক্রিকেটের প্রথম পাঠ। ১৬ বছর চার মাসের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন তামিম চোখের জলে।

নগরীর একটি হোটেলে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এতে যতক্ষণ তিনি বক্তব্য দিয়েছেন ততক্ষণই কান্না করেছেন।

তিনি বলেছেন, তার ক্যারিয়ার জুড়ে তিনি শতভাগ উজাড় করে দিয়ে খেলেছেন। তবে তিনি বিশ্বাস করেন ব্যক্তির চাইতে দল বড়। তাই দলকে সব সময় সমর্থন করে যাওয়ারও আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বার্মিজ মার্কেটের দেড় শতাধিক দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধদেওয়ানহাট খাদ্যগুদামে মারামারিতে জড়িয়ে প্রহরীর মৃত্যু