ফিলিস্তিনের পশ্চিম তীরে কয়েক বছরের মধ্যে অন্যতম বড় সামরিক অভিযানে নামা ইসরায়েলি বাহিনী জেনিন থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার কয়েক ঘণ্টা পরই গাজার সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুড়েছে।
পাল্টা প্রতিক্রিয়ায় গতকাল তেল আবিবের জঙ্গি বিমানগুলো গাজায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ সময় ফিলিস্তিনি ভূখণ্ডটির একটি ভূগর্ভস্থ অস্ত্র নির্মাণ কারখানায় আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে তারা। খবর বিডিনিউজের।
রয়টার্স জানিয়েছে, দুই পক্ষের পাল্টাপাল্টি এ হামলা নতুন সংঘাতের দিকে গড়াবে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। এসব পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা আগে রাতের আঁধারে ইসরায়েলি সামরিক বাহিনীর যানগুলোকে জেনিন ছাড়তে দেখেছেন রয়টার্সের দুই সাংবাদিক।
ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে হওয়া তুমুল লড়াইয়ে ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ৫ জন বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্য। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, জেনিনে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনা ও অস্ত্রশস্ত্র ধ্বংসের লক্ষ্যে এই অভিযানটি চালানো হয়েছে।
মঙ্গলবার রাতে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর শিবিরটি ছেড়ে যাওয়া বাসিন্দারা শিবিরের অন্ধকার সড়কগুলোতে ফিরতে শুরু করেন। অনেকে তাদের মোবাইল ফোনের আলোয় ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন।
এক বছরেরও বেশি সময় ধরে পশ্চিম তীরকে তাঁতিয়ে রাখা একের পর এক সহিংসতার অন্যতম কেন্দ্রবিন্দু জেনিনেরর এই শরণার্থী শিবির বলে ভাষ্য পশ্চিমা গণমাধ্যমের। এখানে আধা বর্গকিলোমিটারেরও কম জায়গায় প্রায় ১৪ হাজার মানুষের বাস।